সৌদি আরবে ঈদুল আজহা ২৪ সেপ্টেম্বর বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, রিলিজিয়াস ট্যুরিজম September 14, 2015 249 বার দেখা হয়েছে সৌদি আরবে রোববার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২৪ সেপ্টেম্বর সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সৌদি আরবের ইসলামিক ক্রিসেন্টস অবজার্ভেশন প্রজেক্ট এক বিবৃবিতে এ তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিন ঈদ উদযাপিত হয়। আর তার পরদিন চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ উদযাপন হয়। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় সোমবার জিলকদ মাসের শেষ দিন হবে। আর জিলহজ মাস শুরু হবে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর থেকে। সেই হিসেবে জিলহজ মাসের নবম দিন ২৩ সেপ্টেম্বর হবে পবিত্র হজ। দশম দিন ২৪ সেপ্টেম্বর হবে ঈদুল আজহা। একই তথ্য জানিয়েছে গণমাধ্যম গালফ নিউজ ও সৌদি গ্যাজেট। তারা আল আরাবিয়া নিউজ চ্যানেলের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে। 2015-09-14 Dhaka Tourist Club tweet