অফিশিয়াল পাসপোর্টে মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা, বাছাইকৃত October 15, 2015 349 বার দেখা হয়েছে এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের জন্য ঢাকা থেকে আর ভিসা নেওয়ার প্রয়োজন হবে না কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেওয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রতিবার ভ্রমণে তাঁরা এক মাস অবস্থান করতে পারবেন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। আজ থেকেই চুক্তিটি কার্যকর হলো। সূত্র : প্রথম আলো 2015-10-15 Dhaka Tourist Club tweet