অভিনন্দন মতিউর রহমান, গর্বিত ঢাকা ট্যুরিস্ট ক্লাব বিভাগঃ বাছাইকৃত, মেম্বার্স কর্নার November 7, 2015 308 বার দেখা হয়েছে ঢাকা ট্যুরিস্ট ক্লাবের গোল্ডেন মেম্বার শাহেদ মতিউর রহমনের বই ‘জার্নি টু দার্জিলিং’। ঢাকা ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে দার্জিলিং ভ্রমণের উপর লেখা এই বই। প্রকাশ হয়েছে ২০১৫ সালের জুলাই মাসে। গতকাল ৬ নভেম্বর শুক্রবার ঢাকায় কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বইটি লেখার জন্য তাকে সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সবার দোয়া চেয়েছেন মতিউর রহমান। অভিনন্দন শাহেদ মতিউর রহমান। ঢাকা ট্যুরিস্ট ক্লাবের মর্যাদা আপনি বাড়িয়ে দিয়েছেন। আপনার এই বইয়ের জন্য ঢাকা ট্যুরিস্ট ক্লাবও গর্বিত। 2015-11-07 Dhaka Tourist Club tweet