ভ্রমণের জায়গা আগৈলঝাড়ার পয়সারহাট ব্রিজ বিভাগঃ বাংলাদেশ November 5, 2015 182 বার দেখা হয়েছে অপূর্ব লাল সরকার বরিশালের আগৈলঝাড়ায় বিনোদনের একমাত্র মাধ্যম পয়সারহাট ব্রিজ ভ্রমণ পিপাসুদের মিলন মেলায় পরিণত হয়েছে। ছুটিতে গ্রামের বাড়িতে আসা লোকজনসহ পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ভ্রমণ পিপাসু যুব কিংবা প্রৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্ত বিনোদনের আর কোনো সুযোগ না থাকায় পুনর্মিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন পয়সারহাট ব্রিজকে। ব্রিজটি সব বয়সের নারী-পুরুষদের জন্য হয়ে উঠেছে ইকোপার্ক। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো ও প্রকৃতির শোভা উপভোগ করার সব উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আত্মহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের রাজ্যে। বিশেষ দিন ছাড়াও এই ব্রিজ ও ব্রিজ সংলগ্ন স্থানে প্রতিদিন বিকেলে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন সময় কাটাতে আসেন। সৌজন্যে : প্রিয় 2015-11-05 Dhaka Tourist Club tweet