নিজ দেশে অবস্থান করেই সৌদি রি-এন্ট্রি ভিসা নবায়ন বিভাগঃ ডিটিসি ভ্রমণ বার্তা December 20, 2015 72 বার দেখা হয়েছে সিরাজুল হক মানিক সৌদি আরব সৌদি আরব প্রবাসীরা এখন থেকে নিজ দেশে বসেই তাদের মেয়াদোত্তীর্ণ রি-এন্ট্রি ভিসা নবায়ন করতে পারবেন। গতকাল ১৯ ডিসেম্বর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘সৌদি আরবে প্রবাসী সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের রি-এন্ট্রি ভিসা সৌদি দূতাবাসগুলোর কনস্যুলার বিভাগ থেকে নবায়ন করা যাবে।’ এ ছাড়াও প্রবাসীরা যদি সৌদি আরব থেকে ফিরে নিজ দেশে সাত মাসের বেশি সময় অতিবাহিত না করে থাকেন তাহলে তারা ভিসা নবায়নের যোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিবেদনে বলা হয়, প্রত্যেক প্রবাসী পরিবারের সদস্যদের সময় অতিবাহিত করার সর্বোচ্চ এক বছর। এর পাশাপাশি প্রবাসীদের অবশ্যই তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা কপিলকে চিঠি দেখাতে হবে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাউন্সিল অব সৌদি চেম্বার্স থেকে সত্যায়িত হতে হবে। আবেদনের সাথে তাদের রেসিডেন্স পার্মিটের (ইকামা) অনুলিপিও দিতে হবে। তা ছাড়া মুকিমের মাধ্যমে আবেদনকারীদের বাবা ও স্পন্সরদের বিস্তারিত তথ্য আবেদনে যোগ করতে হবে। প্রবাসী হাজারো পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। তাদের অনেক সময় পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে নিজ দেশে ফিরে দীর্ঘ সময় থাকতে হয়। ফলে তাদের ফিরতি ভিসার মেয়াদ পেরিয়ে যায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এ সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের সাহায্য করবে। সূত্র : নয়া দিগন্ত 2015-12-20 Dhaka Tourist Club tweet