Home » বাছাইকৃত » সম্পর্ক সাপে-নেউলে

সম্পর্ক সাপে-নেউলে

সাপে-নেউলে সম্পর্ক’ বাগধারায় পড়ে থাকবেন। আসলে এর বাস্তবতাটা কতটুকু দেখেছেন কখনও?

এলানা এরাসমাস নামে এক চিত্রগ্রাহকের চোখে ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়ায় এমন দৃশ্য।

ছবিতে দেখা গেছে, গাছের শাখায় বিষধর সাপ পালিয়ে বেড়াচ্ছে নেউলের (বেজি) তাড়ায়। প্রাণপনে পালিয়েও রক্ষা হয়নি তার। ধূর্ত নেউল ঠিকই মরণ কামড় বসিয়েছে বিষধরের মাথায়। তাই দিয়ে সেরেছে ভোজন।

৪৮ বছর বয়সী এই চিত্রগ্রাহক সেদিনের অভিজ্ঞতা নিয়ে ডেইলি মেইলকে বলেন, আমি প্রথমে ভেবেছিলাম সাপটি হয়তো নেউলটিকে খেয়ে ফেলবে। কিন্তু লড়াই শুরু হবার পর দেখলাম আসল দৃশ্য। নেউলটি কয়েকবার গাছ থেকে পড়ে গিয়েছিল। তারপরও আবার গাছে উঠে আক্রমণ চালিয়েছে। ছবিতে এটাও পরিষ্কার হয়েছে এ লড়াইয়ে জয় নেউলেরই।’ সৌজন্যে : বাংলামেইল

Snake Snake2 Snake3 Snake4 Snake5 Snake6 Snake7 Snake8