Home » ডিটিসি ভ্রমণ বার্তা » ভারতে অসুস্থ হলে চিকিৎসা পেতে মেডিকেল ভিসা লাগবে না

ভারতে অসুস্থ হলে চিকিৎসা পেতে মেডিকেল ভিসা লাগবে না

ভারতে অবস্থানকালে বাংলাদেশিদের কেউ অসুস্থ হয়ে পড়লে  তার চিকিৎসা পাওয়া সহজ হল।

এখন থেকে এই ধরনের জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশিদের আর মেডিকেল ভিসা নিতে হবে না বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। 

বুধবার ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি যারা বৈধ ভিসা নিয়ে ভারত যাবেন, তারা সেখানে অবস্থানের সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আর ভিসার ধরন পরিবর্তন করতে হবে না।

যদি পুরনো রোগের কারণেও কেউ ভারতে গিয়ে অসুস্থ হন, তার ক্ষেত্রেও এই নিয়ম খাটবে। তবে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ সেক্ষেত্রে মেডিকেল ভিসাই নিয়ে যেতে হবে।

এর আগে বিভিন্ন সময় ভারতীয় ভিসার আবেদন নেওয়ার জন্য জরুরি চিকিৎসা ভিসার আবেদন সরাসরি গ্রহণ করার জন্য বিশেষ কাউন্টার বসানো ছাড়াও বাংলাদেশি নাগরিকদের ভিসাপ্রাপ্তির ভোগান্তি কমানোর প্রক্রিয়ায় চিকিৎসা ভিসার নিয়মেও কিছুটা শিথিলতা এনেছিল ভারত সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজার বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন।

২০১৭ সালের এক হিসাব অনুযায়ী, প্রায় ১১ লাখ বাংলাদেশি প্রতিবছর ভারত সফর করেন, যাদের অর্ধেকই যান চিকিৎসার প্রয়োজনে।

আর প্রতিবছর যত রোগী বিদেশ থেকে ভারতে আসেন, তার ২২ শতাংশ বাংলাদেশের। সূত্র: বিডিনিউজ