শিলং-চেরাপুঞ্জি ভ্রমণের গল্প বিভাগঃ বাছাইকৃত, ভিডিও ফিচার, ভ্রমণকাহিনী 22 days ago 8 বার দেখা হয়েছে ঢাকা ট্যুরিস্টের ট্যুরিজম বিজনেস ভারতের মেঘালয় রাজ্যের শিলং-চেরাপুঞ্জির হাত ধরে। বলতে গেলে মেঘালয়ে বাংলাদেশের প্যাকেজ ট্যুরিজম প্রথম শুরু করে ঢাকা ট্যুরিস্ট। এখন পর্যন্ত মেঘালয়ে প্রায় একশ’ ট্যুর করেছি আমরা। এবারের ডকুমেন্টারি সেই শিলং-চেরাপুঞ্জির একটি কর্পোরেট ট্যুরের। চেষ্টা করেছি অনেক তথ্য এখানে নিয়ে আসতে। আরও ডকুমেন্টারি হবে মেঘালয় ভ্রমণ নিয়ে। শিলংয়ের ডায়েরি নামে ধারাবাহিক পর্বও থাকবে এই চ্যানেলে। শিলং-চেরাপুঞ্জিসহ ভারতের যে কোনও স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ই-মেইল: dhakatourist@gmail.com 2021-03-26 Dhaka Tourist Club tweet