Skip to content

একুশে ফেব্রুয়ারির বন্ধে একদিনের টাঙ্গাইল ট্যুর

tangail-tour-cover

ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল টাঙ্গাইল জেলা যমুনা নদীর বুকে জেগে ওঠা চর এলাকার সমষ্টি। অবস্থান একেবারে বাংলাদেশের মধ্যাঞ্চলে। জনসংখ্যা প্রায় ৩৬ লাখ। আয়তন তিন হাজার ৪১৪ দশমিক ৩৯ বর্গ কিলোমিটার। ১৯৬৯ সাল পর্যন্ত টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা। ১৯৬৯ সালে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এটি একটি নদী বিধৌত কৃষিপ্রধান অঞ্চল। ঢাকা হতে এর দূরত্ব প্রায় একশ’ কিলোমিটার। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা।

kortia-jamidar-bari2

করটিয়া জমিদার বাড়ি। আমাদের প্রথম গন্তব্য এটি।

কীভাবে যাব
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় বিজয়নগরে ঢাকা ট্যুরিস্ট ক্লাবের অফিস থেকে রিজার্ভ করা গাড়িতে শুরু হবে আমাদের যাত্রা।
সময় বাঁচাতে গাড়িতেই হবে সকালের নাস্তা।
উত্তরা-আশুলিয়া হয়ে আমাদের গাড়ি ছুটে চলবে করটিয়া জমিদারবাড়ির উদ্দেশে।
সেখান থেকে যাব মেহেরা জমিদারবাড়ি আর আতিয়া মসজিদে।
দুপুরের নামাজ আর খাবার শেষে যাব যমুনা নদীতে।
সেখানে নৌ-বিহার শেষে যাব টাঙ্গাইল শহরে চমচম কিনতে।
সন্ধ্যায় চা-নাস্তার পর রওয়ানা দেব ঢাকার উদ্দেশে।

ভ্রমণ খরচ
জনপ্রতি ১,৬৫০/= (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা। ৩ বছরের নিচে ফ্রি। ডিটিসি মেম্বারদের জন্য ১,৫০০/= (এক হাজার পাঁচশত) টাকা। ডিটিসির এক বা একাধিক ট্যুরে যারা অংশ নিয়েছেন তাদের জন্য ১,৫০০/= (এক হাজার পাঁচশত) টাকা।

যোগাযোগ: ০১৬১২৩৬০৩৪৮ (মোস্তাফিজুর রহমান), ০১৯১৭৭৪৭৩৮৩ (মাহফুজ রহমান)

ব্যুকিংয়ের শেষ তারিখ
১০ ফেব্রুয়ারি ২০১৭।
ব্যুকিংয়ের সময় সম্পূর্ণ ভ্রমণ খরচ পরিশোধ করতে হবে।
বিকাশের মাধ্যমে টাকা পাঠালে খরচসহ দিতে হবে (বিকাশ নম্বর ০১৬১২৩৬০৩৪৮)।

atia_mosque_tangail_bangladesh

ঐতিহাসিক আতিয়া জামে মসজিদ। ভ্রমণ তালিকায় রয়েছে এই মসজিদটি। দুপুরের নামাজ হবে এখানে।

খরচের অন্তর্ভূক্ত
রিজার্ভড এসি মাইক্রোবাস/ ট্যুরিস্ট কার ভাড়া।
সকালের নাস্তা।
দুপুরের খাবার।
বিকেলের স্ন্যাকস।
ট্রলার ভাড়া।

খরচে যা থাকছে না
ডিটিসে অফিসে আসা ও ইভেন্ট শেষে সেখান থেকে বাসায় যাওয়া।
ব্যক্তিগত খরচ।
অনাকাঙ্খিত কোনো খরচ।
যা উল্লেখ নাই এমন সব খরচ।

mostafizur-rahman

মেনু
সকালের নাস্তা: পরাটা, সবজি, ডিম, মিনারেল ওয়াটার।
দুপুরের খাবার: কাচ্চি বিরিয়ানী।
বিকেলের স্ন্যাকস: চমচম, বিস্কুট, চা।

mohera-jomidar-bari

মহেরা জমিদার বাড়ি। যাব এখানেও।

যা যা সাথে নিতে পারেন
ট্রলারে বিছিয়ে বসার জন্য চাদর।
শীতের কাপর, মাফলার, কান টুপি।
নদীতে গোছল করতে চাইলে গামছা, লুঙ্গি ও সাবান।
পানির বোতল। টিস্যু।
ক্যামেরা ও ব্যাটারি।
মোবাইল চার্জের জন্য ডাটা ব্যাংক।
ছাতা, সানক্যাপ, সানগ্লাস ও সানব্লক।
প্রয়োজনীয় ওষুধ।
ফার্স্ট এইড ব্যান্ডেজ।

jamuna_bridge_from_the_resort

যমুনা রিসোর্ট থেকে যমুনা সেতু। বিকেলের সময়টা কাটাব এখানে।

ভ্রমণকে উপভোগ করুন, যা মনে রাখতে হবে
ভ্রমণ পিপাসু মন। ভ্রমণে কষ্ট হবে এটাই স্বাভাবিক। এজন্য সহনশীল ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে।
অবশ্যই গ্রুপ লিডারের নির্দেশ ও শিডিউল মানতে হবে।
নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা পরিবেশ নষ্ট হয় এমন কিছু কোনোভাবেই করা যাবে না (এটা খুবই গুরুত্বপূর্ণ)।
গ্রুপ থেকে বিচ্ছিন্ন হলে তার দায় ডিটিসির নয়।
অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবে না।
এটি একটি পারিবারিক ট্যুর। পুরুষ-মহিলা/ ছেলে-মেয়ে যে কেউ এই ট্যুরে যেতে পারবে।
ট্যুরের যেকোনো বিষয় কোনো ঘোষণা ছাড়া পরিবর্তনের ক্ষমতা ডিটিসি সংরক্ষণ করে।

আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন:
ওয়েব সাইট: dhakatouristclub.com
ফেইসবুক পেজ: facebook.com/dhakatouristclub
ফেইসবুক গ্রুপ: facebook.com/groups/dhakatouristclub
যোগাযোগের ঠিকানা: ১৮০-১৮১, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী (অষ্টম তলা), বিজয় নগর, ঢাকা- ১০০০। মোবাইল: ০১৬১২ ৩৬০৩৪৮। ই-মেইল: dhakatouristclub@gmail.com

daylong-tour-cover

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *