Skip to content

নরসিংদীতে লটকন ট্যুর

ভ্রমণ শরু: ২১ জুলাই ২০১৭, সকাল ৭টা
স্থান: বিজয়নগর মোড়
ভ্রমণ সমাপ্তি: একই দিন বিকেল ৫টা সন্ধ্যা ৭টা
ভ্রমণ খরচ: জনপ্রতি ১,০০০ টাকা, ৩ বছরের নিচে ফ্রি
খরচের অন্তর্ভূক্ত: সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলে হালকা নাস্তা
যানবাহন: রিজার্ভড মাইক্রেবাস
যোগাযোগ: ০১৬১২৩৬০৩৪৮
বুকিংয়ের শেষ তারিখ: ১৩ জুলাই ২০১৭
সরাসরি অথবা বিকাশের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। বুকিংয়ের সময় সম্পূর্ণ খরচ পরিশোধ করতে হবে।

কিভাবে যাব: ঢাকার বিজয়নগর মোড় থেকে যাত্রা শুরু হবে। মহাখালী হয়ে ৩০০ ফুট রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলবে নরসিংদীর পাঁচরদোনার উদ্দেশে। সেখান থেকে সৃষ্টিগড়। ফিরব ভেলনগর হয়ে।

খাবার-দাবার: সকালের নাস্তা হবে মাইক্রোবাসে। নাস্তায় থাকবে পরাটা, সবজি, সেদ্ধ ডিম, ফল। দুপুরে ভুনা খিচুরি আর বিকেলে স্নাকস।
লটকন কিনবেন নিজ খরচে।

যেকোনো সময়ে ট্যুরের যেকোনো বিষয় পরিবর্তন হতে পারে। যেকোনো বিষয়ে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।

টিম লিডার: মোস্তাফিজুর রহমান

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

1 thought on “নরসিংদীতে লটকন ট্যুর”

  1. Pingback: লটকনের বাড়ি নরসিংদী | Dhaka Tourist Club

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *