Skip to content

রবিউল আউয়ালের বন্ধে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনায় নৌ-বিহার

rabiul-awal-12-12-2

কীভাবে যাব? সকাল ৭টায় সদরঘাট থেকে সোনারতরী লঞ্চে করে যাবো চাঁদপুর। লঞ্চ থেকে সরাসরি উঠবো রিজার্ভ করা ট্রলারে। কিছুক্ষণ পরে ট্রলারে পাড়ি দেব ডাকাতিয়া, পদ্মা আর মেঘনা নদী। দেখব ইলিশ ধরার দৃশ্য। সৌভাগ্য হলে দেখতে পারব জ্যান্ত ইলিশ। পরে নামব ফেরিঘাটের পাশে মাছের আরতে। এরপর আবার উঠব ট্রলারে। আসব মোহনায়। কিছু সময় ঘুরব সেখানে। দুপুরের খাবার চলে এলে আবার উঠব ট্রলারে। ট্রলারেই সারব দুপুরের খাবার। এরপর আবার সোনারতরী লঞ্চে। সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছে যাব ঢাকা সদরঘাটে।

Padma-Tour5

ডাকাতিয়া নদীর মুখ থেকে চাঁদপুরের মোহনা। এখানে মিশেছে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া এই তিন নদী। আমারা যাব এই মোহনায়।

ভ্রমণ শুরু: ১২ ডিসেম্বর ২০১৬, সোমবার, সকাল ৭টা, ঢাকা সদরঘাট থেকে।
লঞ্চের নাম: সোনারতরী। (লঞ্চ এক মিনিটও দেরি করবে না। কারো দেরি হলে নিজ দায়িত্বে চাঁদপুর যেতে হবে।)
সকাল ৭.৪৫ মিনিটে সকালের নাস্তা। (কুপন দিয়ে নাস্তা গ্রহণ করতে হবে।)
সকাল ৮.৩০ মিনিটে থেকে মিট আপ, ননস্টপ আড্ডা, আনলিমিটেড ছবি তোলা।
বেলা ১১.৩০ মিনিটে লঞ্চ থেকে সরাসরি ট্রলারে উঠা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী পাড়ি দেয়া ও ইলিশ ধরার দৃশ্য উপভোগ। মোহনা ভ্রমণ, দুপুরের খাবার।
বেলা ৩.৩০ মিনিটে ঢাকা উদ্দেশে ছাড়বে লঞ্চ। লঞ্চে আনলিমিটেড আড্ডা, ছবি তোলা, সূর্যাস্ত দেখা।
সন্ধ্যা ৭টায় সদরঘাট নেমে যার যার বাসায় ফিরে যাওয়া।

Padma-Tour3

দুই অভিযাত্রী দাঁড়িয়ে আছেন পদ্মা-মেঘনার মিলনস্থলের ঠিক সামনে। ওনাদের একপাশে পদ্মা আর একপাশে মেঘনা। এরকম দৃশ্য উপভোগ করা যাবে এই ট্যুরে। পানি কম থাকলে এখানে দাাঁড়িয়ে আপনিও ছবি তুলতে পারবেন।

ভ্রমণ খরচ
জনপ্রতি ১,০০০/= (এক হাজার) টাকা। ৩ বছরের নিচে ফ্রি। ডিটিসি মেম্বারদের জন্য ৯০০/= (নয়শত) টাকা।
প্রতিটি সিঙ্গেল কেবিনের জন্য ১,৪০০/= (এক হাজার চারশত) টাকা অতিরিক্ত।
প্রতিটি ডাবল কেবিনের জন্য ২,৪০০/= (দুই হাজার চারশত) টাকা অতিরিক্ত।
প্রতিটি ভিআইপি কেবিনের জন্য ৪,৮০০/= (চার হাজার আটশত) টাকা অতিরিক্ত।

ব্যুকিংয়ের শেষ তারিখ
৩০ নভেম্বর ২০১৬।
ব্যুকিংয়ের সময় সম্পূর্ণ ভ্রমণ খরচ পরিশোধ করতে হবে।
বিকাশের মাধ্যমে টাকা পাঠালে খরচসহ দিতে হবে।

Padma-Tour

পেছনে সোনারতরী লঞ্চ। বিশাল এই লঞ্চে হবে আমাদের নৌ-বিহার। ছোট যে ট্রলারটি দেখছেন এই ট্রলারে করে আমরা যাব মোহনায়। পাড়ি দেব পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী।

খরচের অন্তর্ভূক্ত
সোনারতরী লঞ্চের তৃতীয় তলার ভিআইপি কেবিনে চাঁদপুর যাওয়া-আসার টিকেট।
সকালের নাস্তা।
দুপুরের খাবার।
ট্রলার ভাড়া।

খরচে যা থাকছে না
সদরঘাটে আসা-যাওয়া ও প্রবেশ (ঘাটে প্রবেশ টিকেট ৫ টাকা)।
ব্যক্তিগত খরচ।
অনাকাঙ্খিত কোনো খরচ।
যা উল্লেখ নাই এমন সব খরচ।

padma-tour

দুপুরের খাবার হবে ট্রলারে।

মেনু
সকালের নাস্তা: ব্রেড, কলা, মিষ্টি, সেদ্ধ ডিম।
দুপুরের খাবার: সাদা ভাত, সবজি/শাক/ভর্তা, মুরগি, ডাল সালাদ।

যা যা সাথে নিতে পারেন
লঞ্চের ডেকে বিছিয়ে বসার জন্য চাদর।
শীতের কাপর, মাফলার, কান টুপি।
নদীতে গোছল করতে চাইলে গামছা, লুঙ্গি ও সাবান।
পানির বোতল। টিস্যু।
ক্যামেরা ও ব্যাটারি।
মোবাইল চার্জের জন্য ডাটা ব্যাংক।
ছাতা, সানক্যাপ, সানগ্লাস ও সানব্লক (চরে রোদ প্রোটেকশন দেয়ার কোনো ব্যবস্থা নেই)।
প্রয়োজনীয় ওষুধ।
ফার্স্ট এইড ব্যান্ডেজ।

padma-tour2

পদ্মায় গোছলের সুযোগ পাবেন এই ট্যুরে।

ভ্রমণকে উপভোগ করুন, যা মনে রাখতে হবে
ভ্রমণ পিপাসু মন। ভ্রমণে কষ্ট হবে এটাই স্বাভাবিক। এজন্য সহনশীল ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে।
অবশ্যই গ্রুপ লিডারের নির্দেশ ও শিডিউল মানতে হবে।
নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা পরিবেশ নষ্ট হয় এমন কিছু কোনোভাবেই করা যাবে না (এটা খুবই গুরুত্বপূর্ণ)।
গ্রুপ থেকে বিচ্ছিন্ন হলে তার দায় ডিটিসির নয়।
অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবে না।
চর এবং ট্রলারে টয়লেট নেই তাই লঞ্চেই বাথরুমের কাজ সেরে নিতে হবে।
নদী বা পানিতে যাদের ভয় আছে তাদের জন্য এই ট্যুর নয়।
এটি একটি পারিবারিক ট্যুর। পুরুষ-মহিলা/ ছেলে-মেয়ে যে কেউ এই ট্যুরে যেতে পারবে।
ট্যুরের যেকোনো বিষয় কোনো ঘোষণা ছাড়া পরিবর্তনের ক্ষমতা ডিটিসি সংরক্ষণ করে।

Mostafiz2

টিম লিডার: মোস্তাফিজুর রহমান, প্রেসিডেন্ট ঢাকা ট্যুরিস্ট ক্লাব, মোবাইল: ০১৬১২৩৬০৩৪৮।

পরবর্তী আকর্ষণ
বড় দিনের বন্ধে বান্দরবানে তিন দিনের ট্যুর।
ডিসেম্বরে সুন্দরবন ট্যুর, জনপ্রতি খরচ ১০,৫০০/= টাকা থেকে শুরু।
১৫ ডিসেম্বর শিলং-চেরাপুঞ্জি-গৌহাটি গ্রুপ ট্যুর, জনপ্রতি খরচ ১৭,৫০০/= টাকা।
ডিসেম্বরে থাইল্যান্ড-মালয়েশিয়া গ্রুপ ট্যুর।
জানুয়ারিতে গ্রুপ ওমরাহ, জনপ্রতি খরচ ১,২৫,০০০/= টাকা।

আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন:
ওয়েব সাইট: dhakatouristclub.com
ফেইসবুক পেজ: facebook.com/dhakatouristclub
ফেইসবুক গ্রুপ: facebook.com/groups/dhakatouristclub

যোগাযোগের ঠিকানা: ১৮০-১৮১, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী (অষ্টম তলা), বিজয় নগর, ঢাকা- ১০০০। মোবাইল: ০১৬১২ ৩৬০৩৪৮। ই-মেইল: dhakatouristclub@gmail.com

1 thought on “রবিউল আউয়ালের বন্ধে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনায় নৌ-বিহার”

  1. Pingback: ১৫ ডিসেম্বর শিলং-চেরাপুঞ্জি-গৌহাটি ট্যুর | Dhaka Tourist Club

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *