Skip to content

২ মার্চ রাতে সেন্টমার্টিন ট্যুর

আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল গাছের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ। বালি, পাথর, প্রবাল কিংবা জীব বৈচিত্রের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্টমার্টিন। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্টমার্টিনকে। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপের মানুষ নিতান্ত সহজ-সরল, তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ।

এই সেন্টমার্টিনে যাচ্ছি আমরা মার্চের ২ তারিখ রাতে। যোগাযোগ : ০১৬১২৩৬০৩৪৮, ০১৭০৭৩৬০৩৪৮।

কেয়ারি সিনবাদ অথবা এলসিটি কুতুবদিয়ায় টেকনাফ থেকে নাফ নদী ও সাগর পাড়ি দিয়ে আমরা যাব দেশের একমাত্র কোড়াল দ্বীপ সেন্টমার্টিন।

ভ্রমণ পরিকল্পনা
ভ্রমণকাল: ২ দিন ৩ রাত।
ভ্রমণ শুরু: ২ মার্চ ২০১৭, রাত ৮.৩০ মিনিট, স্থান- ফকিরাপুল।
ভ্রমণ সমাপ্তি: ৫ মার্চ ২০১৭ সকাল ৬টা, স্থান- ফকিরাপুল।
ভ্রমণ খরচ: জনপ্রতি ৫,০০০/= টাকা। শিশু: ৫ বছরের নিচে ২,৫০০/= টাকা, ২ বছরের নিচে ফ্রি।

দ্বীপটিতে প্রচুর নারকেল গাছ থাকায় একসময় এর নাম ছিল নারকেল জিঞ্জিরা।

এই খরচে থাকছে
নন এসি বাসে টেকনাফ যাওয়া-আসা। (এসি বাসের জন্য অতিরিক্ত ১,৬০০/= টাকা।)
টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ জাহাজের টিকেট।
সকালের নাস্তা দুটি, দুপুরের খাবার দুটি, রাতের খাবার একটি (বার-বি-কিউ)
সকাল ও বিকেলে হালকা নাস্তা।
সেন্টমার্টিনে এক রাত হোটেলে শেয়ারিং রুমে থাকা। (রিজার্ভড রুমের জন্য অতিরিক্ত ১,২০০/=, কাপল রুমের জন্য অতিরিক্ত ১,০০০/= টাকা দিতে হবে।)
ছেঁড়া দ্বীপে যাওয়ার ট্রলার ভাড়া।

সেন্টমার্টিন দেশের একমাত্র কোড়াল দ্বীপ।

খরচে যা থাকছে না
চিকিৎসা ও ব্যক্তিগত খরচ।
মেনুর বাইরে অতিরিক্ত কোনো খাবার।
কোমল পানীয়।
হোটেল বা রিসোর্টে অতিরিক্ত কোনো রুম নিলে তার ভাড়া।
অনাকাঙ্খিত কোনো খরচ।
যা উল্লেখ নাই এমন সব খরচ।

শিশুদের নীতিমালা: ৫ বছরের নিচের শিশু গাড়ি ও হাটেলে কোনো সিট পাবে না। ২ বছরের নিচের শিশু খাবার এবং গাড়ি ও হোটেলে কোনো সিট পাবে না।

এমন দৃশ্য দেখা যায় সেন্টমার্টিনে।

ভ্রমণসূচি
০ দিন : বৃহস্পতিবার, ২ মার্চ
রাত ৮.৩০ মিনিটে ঢাকার ফকিরাপুল থেকে নন এসি বাসে টেকনাফের উদ্দেশে রওয়ানা।

প্রথম দিন : শুক্রবার, ৩ মার্চ ২০১৭
সকালে টেকনাফ পৌঁছা। সকালের নাস্তা (মেনু: পরাটা, ভাজি, ডিম)।
০৯:০০ টেকনাফ থেকে জাহাজে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা।
১২:৩০ সেন্টমার্টিন জেটি থেকে হোটেলে গমন। হোটেলে রুম বরাদ্দ।
০১:৩০ দুপুরের খাবার গ্রহণ।
০২:৩০ সেন্টমার্টিন দ্বীপ ঘুরে বেড়ানো, ব্যক্তিগত সময়, শপিং।
০৮:০০ বার-বি-কিউ। সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেন্টমার্টিনে রাত যাপন।

ট্যুরে আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষুদে গানরাজ ২০১৫-এর চ্যাম্পিয়ন পুষ্পিতাকে। আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

দ্বিতীয় দিন : শনিবার, ৪ মার্চ ২০১৭
খুব ভোরে ঘুম থেকে উঠা ও সূর্যোদয় উপভোগ।
০৭:০০ সকালের নাস্তা (মেনু: ডিম খিচুরি, চা)।
০৭:৩০ ছেঁড়া দ্বীপ ভ্রমণ।
০১:০০ দুপুরের খাবার।
০২:০০ টেকনাফের উদ্দেশে সেন্টমার্টিন ত্যাগ।
০৬:৩০ টেকনাফ পৌঁছা। ঢাকার উদ্দেশে টেকনাফ ত্যাগ। পথে ব্যক্তিগত ব্যবস্থাপনায় রাতের খাবার গ্রহণ।

০ দিন : রবিবার, ৫ মার্চ ২০১৭
খুব ভোরে ঢাকার ফকিরাপুল পৌঁছা ও ট্যুরের সমাপ্তি।

সাথে যা যা নিতে পারেন
মোবাইলের চার্জার ও পাওয়ার ব্যংক।
নিজের ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস।
হেডলাইট অথবা টর্চলাইট।
রোদ প্রোটেকশনের জন্য ছাতা, সানক্যাপ, সানগ্লাস, সানস্ক্রিন।
প্রয়োজনীয় ওষুধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
লাইফ জ্যাকেট।

ট্যুরের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান।

ভ্রমণকে উপভোগ করুন, অবশ্যই মনে রাখবেন
ভ্রমণে কষ্ট হবে এটাই স্বাভাবিক। এজন্য সহনশীল ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে।
অবশ্যই গ্রুপ লিডারের নির্দেশ ও শিডিউল মানতে হবে। কোনোভাবেও গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
নিরাপত্তা বিঘিœত হয় কিংবা পরিবেশ নষ্ট হয় এমন কিছু কোনোভাবেই করা যাবে না (এটা খুবই গুরুত্বপূর্ণ)।
অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবে না।
এটি একটি পারিবারিক ট্যুর। পুরুষ-মহিলা/ ছেলে-মেয়ে যে কেউ এই ট্যুরে যেতে পারবে।

যেকোনো সময়ে ট্যুরের যেকোনো বিষয় পরিবর্তন হতে পারে।

আপডেট জানতে ভিজিট করুন: dhakatouristclub.com/saintmartin-march2017

নিয়মিত চোখ রাখুন:
ওয়েব সাইট: dhakatouristclub.com
ফেইসবুক পেজ: facebook.com/dhakatouristclub
ফেইসবুক গ্রুপ: facebook.com/groups/dhakatouristclub
যোগাযোগের ঠিকানা: ১৮০-১৮১, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী (অষ্টম তলা), বিজয় নগর, ঢাকা- ১০০০। মোবাইল: ০১৬১২ ৩৬০৩৪৮। ই-মেইল: dhakatouristclub@gmail.com

ছবিতে ক্লিক করে যেনে নিন বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *